এনআইডি সংশোধন: কর্তাদের টেবিলে পড়ে আছে ৩৫ হাজার আবেদন


March 2025/EC NID.jpg

কর্তাদের টেবিলে পড়ে আছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ৩৫ হাজার আবেদন। সবচেয়ে বেশি আবেদন পড়ে আছে কুমিল্লা অঞ্চলে।

নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের তৈরি করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসির প্রশাসনিক ১০টি অঞ্চলের মধ্যে রংপুর অঞ্চলে আবেদন পড়ে আছে ৭৫৩টি, রাজশাহী অঞ্চলে ৫১০টি, খুলনায় ৩৪৩টি, বরিশালে এক হাজার ৩৬৫টি, ফরিদপুর অঞ্চলে এক হাজার ৬২৮টি, ময়মনসিংহে অঞ্চলে এক হাজার২৮৪ টি এবং ঢাকা অঞ্চলে আবেদন পড়ে আছে তিন হাজার ৮৯৬টি। এছাড়া কুমিল্লায় ১৩ হাজার ৯৩৬টি, সিলেটে এক হাজার ৩১৮টি ও চট্টগ্রামে নয় হাজার ৯৬৫টি আবেদন কর্মকর্তাদের টেবিলে পড়ে আছে।

ইসির এক কর্মকর্তা জানান, কোনো ব্যক্তি আবেদন করলে সমস্যা ধরণ অনুযায়ী প্রথমে ক্যাটাগরি করতে হয়। অন্যথায় সফটওয়্যারে সংশোধনের কার্যক্রম শুরু হয় না। আর ১০ অঞ্চলে এমন আবেদন সংখ্যাই হচ্ছে ৩৫ হাজার।

এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ নিয়ে বলেছেন, ‘আবেদন টেবিলে ফেলে রাখা যাবে না। আমরা সব আবেদন দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছি।’

এ বিষয়ে ইসির সচিব আখতার আহমেদ বলেছেন, ‘দায়িত্ব অবহেলা করার সুযোগ নেই। তবে অনেকের আবেদন দ্রুত নিষ্পত্তি না হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। হয়তো প্রয়োজনীয় তথ্য কিংবা প্রমাণাদি দেওয়া হয় না। তবে ইচ্ছাকৃতভাবে কেউ সেবাগ্রহীতাদের ভোগান্তিতে ফেললে সেভাবেই ভাবতে হবে।’

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এদের অনেকেই প্রতিদিন কোনো না কোনো কারণে সংশোধন আবেদন করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×