চীনা দূতাবাস থেকে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি পেল ঢামেক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৫৪ পিএম, ২০ মার্চ ২০২৫

চীনা দূতাবাসের পক্ষ থেকে কয়েক কোটি টাকা মূল্যের ২৪টি ভেন্টিলেটর, ৪৬টি হাই-ফ্লো থেরাপি মেশিন উপহার পেয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি বছরের ১৮ মার্চ এবং ১৯ মার্চ চীনা দূতাবাস মেশিনগুলো ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ঢাকা মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান চীন দূতাবাস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বর্তমান পেক্ষাপটে এই যন্ত্রপাতিগুলো আমাদের হাসপাতালের ভর্তীকৃত রোগীদের অনেক উপকারে আসবে এবং আমাদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে সহায়তা করবে।’
তিনি চীন দূতাবাস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এই পুরো প্রক্রিয়ায় বিশেষ অবদানের জন্য হাসপাতালের উপপরিচালক ডাক্তার মো. আশরাফুল আলমকেও ধন্যবাদ জানান।
এত বিপুলসংখ্যক ভেন্টিলেটর পেয়ে ঢাকা মেডিক্যালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক আব্দুল হানিফ টাবলুও চীনা দূতাবাসকে ধন্যবাদ জানান। তিনি স্বাস্থ্য খাতে চীন বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
ঢাকা মেডিক্যালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চীনা দূতাবাসের সহযোগিতাকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সদস্যসচিব ডাক্তার জাকারিয়া আল আজিজ, হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার নোমানসহ আরো অনেকে।
এই প্রসঙ্গে ঢাকা মেডিক্যালের উপপরিচালক ডাক্তার মো. আশরাফুল আলম বলেন, ‘চীন বাংলাদেশের অনেক পুরাতন এবং পরীক্ষিত বন্ধু।
চীন দূতাবাসের এই সহযোগিতা ঢাকা মেডিক্যালে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এবং সার্বিক সেবার মান বৃদ্ধিতে কাজে লাগবে। কভিড দুর্যোগেও চীন আমাদের পাশে ছিল। ভালো ব্যবহার এবং যোগাযোগ দক্ষতার মাধ্যমেও অনেক ভালো কিছু সম্ভব।’ ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা খাতে চীনের এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলেই তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধির জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। আশরাফুল আলম সরকারের এই উদ্যোগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতার কথাও উল্লেখ করেন।