ইউনূস-মোদি বৈঠকের জন্য ভারতকে বাংলাদেশের চিঠি


March 2025/Younos Modi.jpg

আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘এএনআই-কে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বিমসটেক সম্মেলনের সময় দুই নেতার মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা চলছে এবং এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করা হয়েছে।’

এছাড়া, আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় সম্ভাব্য আলোচনার জন্য বুধবার বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে। 

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে।

আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অংশ নেবেন। প্রধান উপদেষ্টা ৩ এপ্রিল ব্যাংকক যাবেন এবং সম্মেলন শেষে ৪ এপ্রিল ঢাকায় ফিরে আসবেন।

প্রসঙ্গত, এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় বাংলাদেশের পক্ষ থেকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য ভারতের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, তবে তখন বৈঠকটি সম্ভব হয়নি। এবার ব্যাংককে যদি দুই নেতার বৈঠক হয়, তবে এটি হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×