রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত এক, আহত দুই


March 2025/Beat.jpg

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত ও দুই যুবক আহত হয়েছেন। 

শুক্রবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।  

জানা যায়, নিহত মো. আসিফ (১৯) ঢাকার কামরাঙ্গীর চর এলাকার মো. জহিরের ছেলে। তবে আহত দুইজনের নাম পরিচয় জান যায়নি।  

এ বিষয়ে চকবাজার থানার পরিদর্শক আবুল খায়ের বলেন, ‘ঘটনাটি মূলত কেরানীগঞ্জ এলাকার জিঞ্জিরা ঘাট এলাকার। তারা তিনজন সেখানে ছিনতাই করতে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এদের মধ্যে একজন জনতার হাতে ধরা পড়েন অন্য দুইজন নদীতে ঝাপ দেন। তারা সাঁতরে চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলী ঘাট এলাকায় ওঠেন। এ সময় স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেন।’

তিনি আরো বলেন, ‘গণপিটুনি খাওয়া নদীর দুই পাড়ের তিন ছিনতাইকারীকে সেখান থেকে উদ্ধার করে মিডফোর্ট হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁদের আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজন এখন পুলিশি প্রহরায় এ হাসপাতালে চিকিৎসাধীন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×