ফেসবুকে জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি চক্রের ১ সদস্য গ্রেপ্তার


Jan 2025/Feb 2025/aaa-1742572617.webp

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ ও গ্রুপে রাষ্ট্রের নাগরিকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও গোপন তথ্য ক্রয় বিক্রয়কারী চক্রের সদস্য তোফায়েল হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সিআইডি সাইবার মনিটরিং টিম জানতে পারে আইনশৃংখলা বাহিনী কর্তৃক রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহৃত হতে পারে যেসব তথ্যাবলী যেমন- জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্য, জন্ম নিবন্ধনপত্র, মোবাইল অপারেটর কর্তৃক কললিস্ট, লোকেশন, বায়োমেট্রিক তথ্য, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) কর্তৃক প্রদত্ত বিভিন্ন তথ্য, পাসপোর্ট, মোবাইল সিম রেজিস্ট্রেশনের ডেটাসহ বিভিন্ন গোপনীয় ব্যক্তিগত তথ্য অর্থের বিনিময়ে অসৎ উদ্দেশ্যে সন্দেহজনকভাবে লেনদেন করছে। এমন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা থেকে অভিযুক্ত মো. তোফায়েল হোসেনকে গ্রেপ্তার করে সিআইডির কর্মকর্তারা।

তিনি জানান, গ্রেপ্তারকালে তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত ২টি মোবাইল, ৪টি সিম ও ১ টি ল্যাপটপ জব্দ করা হয়। তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এই চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান জসীম উদ্দিন খান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×