মেঘে ঢাকা আকাশ, কালবৈশাখীর শঙ্কা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:১৩ পিএম, ২২ মার্চ ২০২৫

সকাল থেকেই ঢাকার আকাশে সূর্যের দেখা পাওয়া যায়নি। দুপুর পর্যন্ত আকাশ মেঘলাই আছে। কিছু কিছু এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিও হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) সারা দিন থেমে থেমে বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এরমধ্যে কোথাও কোথাও কালবৈশাখী হওয়ার শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, সকাল থেকে ঢাকার কয়েকটি এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এখনও আকাশ মেঘলা। আজ এবং আগামীকাল ঢাকাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে, থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। এরমধ্যে কোথাও কোথাও কালবৈশাখী হতেও পারে। ঢাকার বাইরে নেত্রকোনা, যশোর, কুষ্টিয়াসহ আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে সকালে। এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থয়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে সোমবারের পূর্বাভাসে শুধু সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।