ভারতীয় স্বার্থরক্ষার রাজনীতির পুনরাবৃত্তি চলছে: আনু মুহাম্মদ


March 2025/Anu Mohammad.webp
আনু মুহাম্মদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘ভারত বিরোধিতার আওয়াজ তুলে ভারতের স্বার্থরক্ষার রাজনীতির পুনরাবৃত্তি চলছে। বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্রের আধিপত্যবাদ চলবে না। নিজেদের স্বার্থরক্ষায় অন্য সব দেশের আধিপত্যের বিরুদ্ধে লড়তে হবে।’

শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগে ছাত্র-জনতার সমাবেশে তিনি এসব কথা বলেন। অবিলম্বে জুলাই গণহত্যার তদন্ত ও বিচার, নারী ও শিশু ধর্ষণের বিচার, ধর্ষণবিরোধী আন্দোলনের ১২ ছাত্রনেতার নামে করা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।

আনু মুহাম্মদ বলেন, ‘দিল্লি, ইসলামাবাদ, মস্কো, ওয়াশিংটনসহ যে কোনো শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধেই স্লোগান দিতে হবে। দিল্লি আমাদের দেশে কীভাবে আধিপত্য বিস্তার করছে, তা তুলে ধরতে হবে। ভারতের সঙ্গে হওয়া সব অসম চুক্তি বাতিল করতে হবে।’

তিনি অভিযোগ করেন, বৈষম্যবাদী গোষ্ঠীর তৎপরতা আরও বেড়ে গেছে। যারা বিগত সরকারের সময় বিভিন্ন সুবিধা নিয়েছে, তারা এখনও সুবিধা নেওয়ার চেষ্টা করছে। জুলাই-আগস্টের আন্দোলনে জীবন বাজি রেখে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা। তাদের মধ্যে নতুন করে লক্ষাধিক শ্রমিক বেকার হয়েছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বর্তমানে আমাদের সরকারপ্রধান হলেও ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারীরা পথে পথে ঘুরছেন সুবিচারের জন্য। তিন বছরেও তাদের চাকরি স্থায়ী হয়নি। সরকার তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×