খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জিসফের দোয়া ও ইফতার মাহফিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:১৭ পিএম, ২৩ মার্চ ২০২৫

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ)।
ঢাকার নয়াপল্টনস্থ মওলানা ভাসানী ভবন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অফিসে শনিবার (২২ মার্চ) বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘স্বৈরাচার হাসিনা তার ফরমায়েশী রায়ে খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছিলেন। ফ্যাসিস্ট রিজিম তাঁকে সুচিকিৎসা নিতে বিদেশে পর্যন্ত যেতে দেয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি লন্ডনে পরিবারের কাছে থেকে চিকিৎসা নিচ্ছেন। আশা করি, আল্লাহর রহমতে তিনি পরিপূর্ণ সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আবারো শক্ত হাতে দেশের হাল ধরবেন।’
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ বলেন, ‘গত ১৬ বছরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে মনজুর রহমান ভূঁইয়া ও জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের অবদানের জন্য আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। ৬৪টি জেলায় জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কমিটি দেওয়ার জন্য আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমি করবো।’
অনুষ্ঠানে লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘাযু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. ওমর ফারুক।
জিসফের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহআলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর এলাহী, যুবদলের সহ-সাধারণ সম্পাদক কামাল কামাল উদ্দিন, বিএনপির নেতা নজরুল ইসলাম সবুজ, সাবেক ছাত্রনেতা বিজয় পান্ডা, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিশান, তিতুমীর কলেজের ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মো. কামাল হোসেন, লক্ষ্মীপুর জেলা সদর থানা পশ্চিমের যুগ্ন-আহ্বায়ক মো. মিজান চৌধুরী, মোহাম্মদ লিটন হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মুসা ফরাজী, যুবদলের নেতা মোহাম্মদ আফজাল হোসেন ও মো. রাশেদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসফের সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, মজিবুর রহমান, শামসুজ্জোহা, আলী মন্ডল, এনামুল করিম মিন্টু, কাউসার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, মো. জসিম উদ্দিন, মো. মামুন হোসেন, মো. মিনহাজ, সহ-সাধারণ সম্পাদক মো. শফিক, যুব বিষয়ক সম্পাদক মো. বরকত পাটোয়ারী, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবু মোল্লা, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক, জিসফের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মো. মনির হোসেন, মো. রিপন হোসেন, জিসফ সংযুক্ত আরব আমিরাত শাখার আহ্বায়ক লিটন ফারেজ রুবেল, জিসফ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. ফয়েজ পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোকাদ্দেম হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম মোল্লা, জিসফ ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ ভূঁইয়া, সদস্য সচিব হাইকুল ইসলাম।