রাজউকের চেয়ারম্যানকে ঢাকা সিটি ভূমি মালিক সমিতির স্মারকলিপি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৪৪ পিএম, ২৪ মার্চ ২০২৫

রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে নানা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে ঢাকা সিটি ভূমি মালিক সমিতি।
সোমবার (২৪ মার্চ) এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সমিতির প্রধান সমন্বয়ক দেওয়ান এমএ সাজ্জাদের নেতৃত্বে উপদেষ্টা কাজী রেজাউল হোসেন, সাংবাদিক বাবলু রহমান, সমন্বয়ক হুমায়ূন কবির শিমুল, আমিনুর রহমান, তানভীরুল ইসলাম চৌধুরী, আমীর হোসেন, সৈয়দা আশরাফুন নাহার, একেএম ইউসুফ, রুহুল আমিনসহ শতাধিক ভূমি মালিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিয়াজুল ইসলামের সাথে ভূমি মালিক সমিতির নেতৃবৃন্দের আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।
রাজউক চেয়ারম্যান স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহের প্রত্যেকটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা শুনেছেন এবং স্বতঃস্ফূর্ত আলোচনা করেছেন।
প্রায় ৩০ মিনিট আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে রিয়াজুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।