কড়াইল বস্তিতে ভাড়াটিয়ার মারধরে বাড়ির মালিক নিহত


March 2025/Death Body.jpg

ঢাকার কড়াইল বস্তিতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাড়াটিয়ার মারধরে মনি বেগম (৩৫) নামে এক বাড়ির মালিক নিহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মনি বেগমকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে পৌনে সাতটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কী ঘটেছিল:

নিহতের স্বামী আনিস জানান, তাদের ভাড়াটিয়া সুলতান এক মাস আগে মনি বেগমের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। টাকা ফেরত না দেওয়ায় আজ (সোমবার) এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সুলতান মনি বেগমকে তলপেটে লাথি মারেন। তিনি মাটিতে পড়ে গেলে সুলতানের স্ত্রী মমতাজ, মেয়ে মুন্নি ও ছেলে মনির মিলে তাকে বেধড়ক মারধর করেন। 

আনিস আরও জানান, ঘটনার পর ভাড়াটিয়ার পরিবার উল্টো থানায় অভিযোগ দিতে যায়, তবে পুলিশ তাদের আটক করেছে।  

এবিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে টিম পাঠিয়েছে। কয়েকজনকে থানায় নিয়ে আসা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।  

নিহত মনি বেগমের গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার গাজীর খামার এলাকায়। তিনি কড়াইল বস্তির বেলতলা আদর্শ নগরে পরিবারসহ বসবাস করতেন। তার স্বামী আনিসের এটি দ্বিতীয় বিয়ে।  

অন্যদিকে, অভিযুক্ত ভাড়াটিয়া সুলতান ও তার পরিবার নিহত মনি বেগমের টিনশেড বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×