স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিয়োগ


Jan 2025/Feb 2025/SORKER.jpg

স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

তাকে স্থানীয় সরকার বিভাগে বদলি করে সোমবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত বছরের ৬ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন রেজাউল মাকছুদ জাহেদী। বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ১৯৯৪ সালের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগ দেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগ দেওয়ার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×