পল্লবীতে আবাসিক ভবনে আগুন, নিহত ১


Jan 2025/Feb 2025/0321654-1742915647.webp

রাজধানীর পল্লবীর একটি আবাসিক ভবনের রান্না ঘরে লাগা আগুনে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ধোয়ার কারণে মারা যান ওই বৃদ্ধা।

ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, রাজধানীর পল্লবীতে ১২তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের ৮তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৩২ মিনিটে। পরে ফায়ার সদস্যদের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন ও ধোঁয়ায় মারা যান ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।  প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×