আশুলিয়ায় মৃতদেহে আগুন: সাবেক এসআই মালেক ও কনস্টেবল মুকুল ট্রাইব্যুনালে


March 2025/Malek Mukul.jpg

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয়জনের মৃতদেহ পোড়ানোর মামলায় সাবেক এসআই আবদুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার আগে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। মরদেহ পোড়ানোর ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিনে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে গত ৬ মার্চ বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে তাদের ট্রাইব্যুনালে হাজিরের আদেশ দেন। এর আগেও তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় গত বছরের ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত পুলিশ সদস্যদের মধ্যে আশুলিয়া থানার কনস্টেবল মুকুল ও এসআই মালেক ছিলেন। এরপর তাদের গ্রেফতার করা হয়। এরপর গত ২৬ জানুয়ারি আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা বিজয় মিছিল নিয়ে আশুলিয়া থানার দিকে অগ্রসর হন। সেসময় নির্বিচারে গুলি করে নিহত ছয়জনের মরদেহ পুলিশ ভ্যানে তুলে পুড়িয়ে দেওয়া হয়।

গত ৩০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া একটি ভিডিওতে ভ্যানে মৃতদেহ স্তুপ করে থানার পাশে পুলিশের একটি গাড়িতে সরানোর পর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার নির্মম ঘটনা প্রকাশিত হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×