বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:২৭ পিএম, ২৭ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বেইজিং পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে হাইনান থেকে ফ্লাইট বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের উপমন্ত্রী সান ওয়েইডং।
উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২৬ মার্চ চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান। সফরের দ্বিতীয় দিন আজ (২৭ মার্চ) তিনি বোআও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ভাষণ দেন এবং অন্তত আটটি অনুষ্ঠানে অংশ নেন, যার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হাইনান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন