খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৫৩ পিএম, ২৭ মার্চ ২০২৫

দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে কার্যালয় খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নেয় তারা। প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘ভোরের কাগজ’ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণবহির্ভূত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১২ ধারা মোতাবেক চলতি বছরের জানুয়ারির ২০ তারিখ হতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করে। উদ্ভূত পরিস্থিতি নিরসন হওয়ায় আজ ২৭ মার্চ আবারও ভোরের কাগজের প্রধান কার্যালয় খুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে কাজে যোগদানের জন্য বলা হলো।
নোটিশে আরও বলা হয়, প্রধান কার্যালয় বন্ধ থাকলেও ভোরের কাগজের প্রকাশনা অব্যাহত ছিল। আমরা আশা করছি, আগামী দিনে নতুন আঙ্গিকে আরও সমৃদ্ধ হয়ে পাঠকের কাছে ভোরের কাগজ পৌঁছে দিতে সক্ষম হবো।