গাবতলীতে বেড়েছে যাত্রীর চাপ, নির্ধারিত সময়ে টার্মিনাল ছাড়ছে বাস


March 2025/Bus terminal.jpg

সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে যাত্রীর চাপ বেড়েছে। দূরপাল্লার ভালো বাসের আগাম টিকিটে নিজ নিজ গন্তব্যে বাড়ি ফিরছেন যাত্রীরা। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তি হবে বলে মনে করছেন নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীরা।

শুক্রবার (২৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীর কিছুটা চাপ রয়েছে। আগে থেকে টিকিট বুক করে আসা যাত্রী অনেক বেশি।  তবে নন ব্রান্ডের বাসগুলোর যাত্রীরা এসেই টিকিট কেটে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। নিয়মিত যাত্রীদের জন্য নির্ধারিত বাস গুলো সঠিক সময়ে টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছেন।

টার্মিনালের টিকিট বিক্রেতারা জানান, এবারের ছুটি বেশি, তাই যাত্রী ও পাওয়া যাচ্ছে ভালো। প্রতিটি গাড়ি পরিপূর্ণভাবে যাচ্ছে। ভাড়াও আগের মতোই রয়েছে। যাত্রী বেশি হওয়া গাড়িগুলো নির্দিষ্ট সময় ছেড়ে যেতে পারছে। বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি গাড়িগুলো গত ১৪ তারিখ থেকে একটি অগ্রিম টিকিট বিক্রি করেছে। অনেকে অগ্রিম টিকিট কিনেছে। অগ্রিম টিকিট বিক্রির কারণেই এখানে যাত্রী আসলেই বাস ছেড়ে দেওয়া হচ্ছে।

দিনাজপুর যাবেন আমজাদ হোসেন ও পরিবার। অনলাইনে টিকিট কেটে এসেছেন তিনি। টার্মিনালের আসার দশ মিনিটের মধ্যেই বাসে উঠতে পেরে খুব আনন্দিত। 

তিনি জানান, প্রতিবছরই ঈদ যাত্রা অনেক ভোগান্তি পোহাতে হয়। আবার ব্যতিক্রম হচ্ছে। অনলাইনে টিকিট কাটার কারণে অতিরিক্ত ভাড়াও দিতে হচ্ছে না। নির্ধারিত সময়ে এস আর ট্রাভেলস বাস ছাড়ছেন।

ঝিনাইদহ লাইন (জে লাইন) টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা জানান, আমাদের বাসগুলো রেডি আছে। যাত্রী আসলেই নির্ধারিত সময় আমরা ছেড়ে দিচ্ছি। এখন আর যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে হয় না, আমরা যাত্রীর জন্য অপেক্ষা করছি।

সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা রাব্বি বলেন, ‘আমরা নির্ধারিত সময় বাস ছাড়ার চেষ্টা করছি।সড়কে যানজট থাকলে ২০ মিনিট থেকে ৩০ মিনিট দেরি হচ্ছে। তবে টার্মিনালে আসলেই বাস ছাড়া হচ্ছে।

ঈদকে কেন্দ্র করে গাবতলী আন্ত:জেলা বাস টার্মিনালের জন্য ৪০ আসন বিশিষ্ট বাসের ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। সেখানে দেখা যায়,  গাবতলী থেকে বরিশাল ৭১২ টাকা, গাবতলী থেকে পটুয়াখালী ৮১৯ টাকা, গাবতলী থেকে যশোর ৬৭৯ টাকা, গাবতলী থেকে বাগেরহাট ৮৯৩ টাকা, গাবতলী থেকে কালীগঞ্জ ৯৯৩ টাকা, গাবতলী থেকে সাতক্ষীরা ৯২০টাকা, গাবতলী থেকে বেনাপোল ৭৩০ টাকা, গাবতলী থেকে কুষ্টিয়া ৬৭৬ টাকা ও গাবতলী থেকে মেহেরপুর ৭২৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×