মেডিকেল সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে সশস্ত্র বাহিনী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২৫

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির মাত্রা দ্রুত বাড়ছে। হাসপাতালগুলোতে বাড়ছে আহতের সংখ্যা। এমন সময় পাশে থাকার ঘোষণা দিয়ে কাল রোববার (৩০ মার্চ) বিশেষ বিমানে মেডিকেল সহায়তা নিয়ে দেশটিতে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।
শনিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ‘ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার এবং মেডিকেল সহায়তা দিতে বিশেষ বিমানে কাল রোববার মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে সংঘটিত ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য বললেও বিবিসি জানিয়েছে, মৃতের সংখ্যা এক হাজার ৬৪৪ জনে পৌঁছেছে।