দুই দিনে রাজধানী ছাড়লেন ৪১ লাখ সিম ব্যবহারকারী


March 2025/Train roof.jpg

ঈদুল ফিতরের ছুটিতে গত দুই দিন (২৮ ও ২৯ মার্চ) প্রায় ৪১ লাখ সিম ব্যবহারকারী রাজধানী ঢাকা ছেড়েছেন।

রোববার (৩০ মার্চ) বিকেলে  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
 
বার্তায় বলা হয়, ‘গত দুই দিনে ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এরমধ্যে ২৮ মার্চ ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ এবং ২৯ মার্চ ২১ লাখ ৯৫ হাজার ৮৪ সিম ব্যবহারীকারী ঢাকা ছেড়েছেন।’
 
বার্তায় জানানো হয়, ওই দুই দিনে রাজধানীতে ঢুকেছেন ১২ লাখের বেশি সিম ব্যবহারকারী। এরমধ্যে ২৮ মার্চ ৬ লাখ ১২ হাজার ৩৩২ এবং ২৯ মার্চ ৫ লাখ ৮৮ হাজার ৪ সিম ব্যবহারকারী রাজধানীতে ঢুকেছেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×