কোনাপাড়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে বন্ধ হল দূষণকারী সব কারখানা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৪২ পিএম, ৩১ মার্চ ২০২৫

পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট রাজধানীর কোনাপাড়ার ময়লার ভাগাড় ও সামাদনগরে গত তিন দিন ধরে অভিযান চালিয়ে সব বায়ুদূষণকারী ব্যাটারি কারখানা সিলগালা করে দিয়েছে।
গতকাল রোববার (৩০ মার্চ) রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। অভিযান চলে মান্ডা, গ্রীন সিটির পেছন অংশ, সামাদনগর, শরীফপুর, ময়লা রাস্তা মোড় ও কোনাপাড়ায়। এসব এলাকায় থাকা ঢালাই লোহার কারখানাগুলোও বন্ধ পাওয়া গেছে।
অভিযানে গ্রীন মডেল টাউনের আশপাশের এলাকাও অন্তর্ভুক্ত ছিল। সেখানে ঢালাই লোহাসহ সব ধরনের কারখানা বন্ধ পাওয়া যায়। কোনাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা মোবাইল কোর্টের সঙ্গে উপস্থিত ছিলেন। তাদের মতে, অভিযানের ফলে ব্যাটারি কারখানা আর নেই। তবে কেউ নতুন করে চালালে তারা জানাবেন।
অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশ, টহল পুলিশ ও লাইন পুলিশ উপস্থিত ছিল। স্থানীয় বাসিন্দারাও অভিযানে অংশ নেন।
উল্লেখ্য, বর্ণিত স্থানগুলোতে অবৈধ সীসা ব্যাটারি কারখানাগুলো হতে ধোয়া নির্গত করে পুরো এলাকায় বায়ুদূষণ ঘটাচ্ছিলো। এলাকাবাসীর অঅভিযোগের প্রেক্ষিতে ঐএলাকায় পরিবেশ অধিদপ্তর ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট চালিয়ে সব দূষণকারী কারখানা বন্ধ করে দেয়।