প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


MARCH NAEEM 2ND/filipine ambrassedpr.jpg

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি ক্যাংলেটেরপ্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি ক্যাংলেটের

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি ক্যাংলেটের।

সোমবার (৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তারা বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন। তাদের মধ্যে মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে আছে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও দৃঢ় করতে সম্ভাব্য সমঝোতা স্মারক।

আলোচনায় কৃষি ও শিক্ষার মতো সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরা হয় এবং উভয়পক্ষ ফিলিপাইন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যতের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

রাষ্ট্রদূত নিনা পি কেইনলেট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রেসিডেন্ট বংবং মার্কোস ও ফিলিপাইনের জনগণের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×