
দেশের উত্তরাঞ্চলে শীত এখন বেশ দৃশ্যমান। কার্তিক মাসের শেষ প্রান্তে এসে সারাদেশেই শীতের আমেজ ছড়িয়ে পড়েছে, তবে উত্তরবঙ্গের জনজীবনে ঠান্ডার প্রভাব পড়ছে সবচেয়ে বেশি। ভোরের কুয়াশা আর নেমে যাওয়া তাপমাত্রা জানিয়ে দিচ্ছে, শীত এখন পুরোপুরি উপস্থিত।
রোববার (৯ নভেম্বর) সকাল ৬টার পর্যবেক্ষণে আবহাওয়া অধিদপ্তর জানায়, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই স্থানে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এক দিনে প্রায় অর্ধ ডিগ্রি কমে গেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “দিন ছোট হওয়ায় তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আজ সকালে দেশের বেশিরভাগ জায়গায় হালকা শীত অনুভূত হয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলে ঠান্ডা বেশ জোরালো। চট্টগ্রাম অঞ্চলে এখনো তুলনামূলকভাবে গরম রয়েছে।”
রাজধানী ঢাকায় আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। বৃষ্টি না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে।