
ঢাকা-১০ আসনের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় তিনি ধানমন্ডি থানার নির্বাচন অফিসে এসে ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কয়েক দিন আগে এক টকশোতে আসিফ মাহমুদ প্রকাশ করেছেন যে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করছেন। সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যে তিনি ঢাকা থেকে ভোট দেবেন। এখন ঢাকা-১০ আসনের ভোটার হলে তিনি এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আরও প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে।
ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান এবং হাজারীবাগ থানাকে নিয়ে গঠিত। এ আসনের জন্য জামায়াতে ইসলামী ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে, তবে বিএনপি এখনও এখানে প্রার্থী চূড়ান্ত করেনি।