
অনলাইনে ছড়িয়ে পড়া আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউনের ঘটনাকে কেন্দ্র করে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে ৯ হাজার সদস্যের বেসরকারি মিলিশিয়া পুলিশের ঢাকায় মোতায়েনের প্রস্তুতি চলছে, এই খবরটি মিথ্যে বলে অনুসন্ধানে জানা গেছে। ভারতভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম 'নর্থ ইস্ট নিউজ' গত ৮ নভেম্বর এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে দায়িত্বশীল সূত্র অনুযায়ী এই দাবির কোনো বাস্তব ভিত্তি নেই।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ১৪২টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে বড় নিরাপত্তা মহড়া প্রদান করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই মহড়ায় অংশ নিয়েছে প্রায় ৭ হাজার পুলিশ সদস্য, যা পুলিশ আনুষ্ঠানিকভাবে ‘নিয়মিত নিরাপত্তা মহড়া’ ও ফোর্স মোবিলাইজেশনের অংশ হিসেবে ব্যাখ্যা করেছে।
ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “এটা আমাদের নিয়মিত নিরাপত্তা মহড়া; ফোর্স মোবিলাইজেশনের একটা অংশ, যা নিয়মিতই হয়ে থাকে।”
অনুসন্ধানে আরও দেখা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) যৌথভাবে তরুণ-তরুণীদের আত্মরক্ষা ও আগ্নেয়াস্ত্র বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার এক কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু ওই প্রশিক্ষণ কার্যক্রম এখনও শুরু হয়নি; বিকেএসপি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে এটি ২২ নভেম্বর ২০২৫ থেকে শুরু করার কথা বলা হয়েছে।
জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নাম উল্লেখ থাকায় এ বিষয়টি নিয়ে আশঙ্কা থাকলেও, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন, “এটা কোনো বাহিনী নয়, প্রশিক্ষণের পর তাদের কাউকে অস্ত্র দেওয়া হবে না। কোথাও রিক্রুটও করা হবে না। প্রশিক্ষণ শেষে তারা তাদের নিয়মিত কর্মক্ষেত্রে ফিরে যাবেন। তাদের ডাটা থাকবে, যদি কখনো কোনো পরিস্থিতি তৈরি হয়, যেন তাদের ডাক দেওয়া যায়।”