
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার দাপটে রাজধানীতে শীত যেন আরও শক্তভাবে জেঁকে বসেছে। ভোরের দিকে চারপাশ ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে, আর আগের দিনের তুলনায় তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতিও বেড়েছে।
শুক্রবার ২৬ ডিসেম্বর সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে রাজধানীর সর্বনিম্ন। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।
এদিকে ঢাকা ও আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়ার আভাসও দিয়েছে আবহাওয়া অফিস।