
রাশিয়া থেকে চাকরিচ্যুত হয়ে দেশে ফিরেছেন ৩৫ জন বাংলাদেশি প্রবাসী। ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির সহযোগিতায় দেশে ফেরত আসা শ্রমিকদের বিমানবন্দর থেকে পরিবহনসহ জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে তারা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ফেরত আসা শ্রমিকদের মধ্যে রয়েছেন গাইবান্ধার মশিয়ুর রহমান, মানিকগঞ্জের আসমত আলী, ময়মনসিংহের হাইয়ুল মিয়া, সিরাজগঞ্জের আজাদুল হক, ঢাকার প্রসেনজিৎ রাজবংশী, চাঁপাইনবাবগঞ্জের মো. আব্দুল্লাহ প্রমুখ। তারা অভিযোগ করেছেন, বিদেশে কাজ দেওয়ার নামে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রত্যেক শ্রমিক রাশিয়ায় যাওয়ার জন্য গড়ে প্রায় ৭ লাখ টাকা খরচ করেছেন।
শ্রমিকদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠিয়েছে। ইতোমধ্যে রাশিয়া থেকে পর্যায়ক্রমে মোট ১২০ জন বাংলাদেশি শ্রমিককে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ প্রথম দফায় ৩৫ জন দেশে ফিরেছেন।
ফেরত আসা শ্রমিকরা জানান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রের মাধ্যমে ২০২৫ সালের জুলাইয়ে কাশিপুর ওভারসিজ (আর.এল–১৩১৭) রিক্রুটিং এজেন্সি তাদের রাশিয়ায় পাঠায়। তবে তারা অভিযোগ করেন, ছাড়পত্রে রাশিয়ান প্রতিষ্ঠান ‘মার্স ইন্টারন্যাশনাল লিমিটেড ট্রেড ডেভেলপমেন্ট’ উল্লেখ থাকলেও, বাস্তবে তাদের নিয়োগ দেওয়া হয় ‘এলএলসি আলাবুগা ডেভেলপমেন্ট কোম্পানি’-তে। চুক্তি অনুযায়ী তারা কারখানা শ্রমিক হিসেবে কাজ করার কথা থাকলেও বাস্তবে ভবন নির্মাণের কাজে নিয়োজিত হন।
ভুক্তভোগীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।