মাইক্রোবাস থেকে গুলি, ছাত্রদল নেতা আহত
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:২৯ পিএম, ০৩ জুন ২০২৪
কুমিল্লা নগরে মাইক্রোবাস থেকে ছোড়া গুলিতে ফখরুল ইসলাম তুহিন নামে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন। ফখরুল ইসলাম তুহিন কুমিল্লা নগরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক। রোববার (২ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা নগরের লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে একটি মাইক্রোবাস থেকে তুহিনকে লক্ষ্য করে একটানা আট-১০ রাউন্ড গুলি করেন কয়েকজন যুবক। এরপর গাড়িটি বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যায়।
এদিকে গুলির ঘটনা শুনে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি ফিরোজ হোসেন জানান, গুলির ঘটনায় ছাত্রদলের দুটি পক্ষ মামলা করার জন্য থানায় এসেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।