ব্রিটিশ প্রতিমন্ত্রীর সাথে বিএনপির নেতাদের ঘণ্টাব্যাপী বৈঠক


Nov 16/BNP UK.jpg

ঢাকায় সফররত যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সাথে বৈঠক করেছেন বিএনপির নেতারা।

Your Image

রোববার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক হয়।
 
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
 
তিনি জানান, ব্রিটিশ প্রতিমন্ত্রীর সাথে এক ঘণ্টার বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।
  
বৈঠকে তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×