ইইউর রাষ্ট্রদূতের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক বিএনপির নেতাদের


2024-Novemer 18/EU BNP.jpg

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

Your Image

সোমবার (১৮ নভেম্বর) বিকালে রাষ্ট্রদূতের গুলশানস্থ বাসভবনে এ বৈঠক হয়।
 
ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পাদক ও সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য নাসির উদ্দীন অসীম। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর মধ্যে ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন  ও সুইডেনের প্রতিনিধি উপস্থিত ছিলেন

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×