ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারির মধ্যেও বিক্ষোভ-সংঘর্ষ


2024-Novemer 18/Bnp Brammon.jpg

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মর্সূচি ডাকাকে কেন্দ্র করে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে। পৌর এলাকার বিভিন্নস্থানে সেনাবাহিনী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল চলছে।

Your Image

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বাঞ্ছারামপুরে বিএনপির সম্মেলনের বিরোধিতা করে দলটির একাংশ বিক্ষোভ করে। পরে উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় গাড়ি ভাঙচুর ও সড়কে আগুন ধরে দিয়ে আঞ্চলিক সড়কে গাছ ফেলে বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এক ঘণ্টা পর সেনাবাহিনী গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এর পূর্বে, মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মুনসুর।

বুধবার (২০ নভেম্বর) সকালে এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান পলাশ গ্রুপ সম্মেলনের আয়োজন করে অন্য দিকে এক স্থানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এমএ খালেক পিএফসি গ্রুপ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এর পূর্বেও এ দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে অন্তত ৫০ জন আহত। এ অবস্থায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

মুহা. আবুল মনসুর জানান, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ১৪৪ দ্বারা জারি করেছি। পৌর এলাকায় এ পর্যন্ত কোন ঝামেলা হয় নাই। আইনশৃঙ্খলা বাহিনী সব সময় টহলে আছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×