খালেদা জিয়া কি সশস্ত্র বাহিনী দিবস সেনাকুঞ্জে যাচ্ছেন?


October 2/y ufufuy fuyfuyufy.jpg

আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি ঘিরে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিশেষভাবে আমন্ত্রণ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যদিও তিনি শারীরিকভাবে অসুস্থ। সে কারণে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন কি না সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনেকে বলছেন দীর্ঘদিন পর খালেদা জিয়ার উপস্থিতি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে।

Your Image

একজন বীর উত্তমের স্ত্রী বা বিরোধীদলীয় নেতা হিসেবে বিগত সময়ে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা এ দিবসের আমন্ত্রণ জানালেও এবার লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার দুজন কর্মকর্তা সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র দিয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেস্বর) রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল আহসান এ আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

বিএনপির দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে আরও রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা। বিগত সময়ে দলীয়ভাবে এত সংখ্যক নেতা আমন্ত্রণ পেতেন না।

খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

দলটির নেতাকর্মীরা বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি তার স্বাস্থ্যগত জটিল পরিস্থিতি এড়িয়ে যোগ দিতে পারেন তাহলে হয়তো নতুন কিছু ঘটতে পারে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ২০০৯ সালে সবশেষ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে এবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন কি না সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

খালেদা জিয়া অতীতে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে আমন্ত্রণ পেতেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়া যদি যান তাহলে নিঃসন্দেহে তিনি সবার মধ্যমণি হবেন।- লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ম্যাডাম অসুস্থ। তিনি যাবেন কি যাবেন না সেটা চিকিৎসকদের ওপর নির্ভর করছে। যেহেতু যাওয়ার বিষয়ে নিশ্চিত না, সুতরাং সে বিষয়ে আমি কোনো কথা বলতে পারি না।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×