সরকারকে দ্রুত নির্বাচন দিতে বললেন আমীর খসরু
- কুড়িগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:১১ পিএম, ২০ নভেম্বর ২০২৪
দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ঘোষিত ৩১ দফায় থাকা সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, ‘৩১ দফা শুধু বিএনপির নয়, শরিক ৪২ দলেরও। দীর্ঘ ১৭ বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। আমরা এখন মানুষের মুক্তি ও অধিকারের জন্য কাজ করছি। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন করবে।’
বুধবার (২০ নভেম্বর) কুড়িগ্রামের উলিপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত উপজেলা বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু আরো বলেন, ‘আমরা মুক্ত অর্থনীতি, মুক্ত সমাজ ও মুক্ত বাংলাদেশের কথা ভাবছি। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের এক বছর ভাতা দেবে। নারীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টসহ প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর যেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল। বক্তব্য দেন জেলা বিএনপির প্রাক্তন সভাপতি তাসভীর উল ইসলাম, প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ, জেলা মহিলা দল সভানেত্রী রেশমা বেগম।