গাজীপুরে মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:১৮ পিএম, ২১ নভেম্বর ২০২৪
মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গাজীপুর সিটির ছাত্রলীগের এক নেতার দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার (২০ নভেম্বর) বিকালে জেলা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক পাভেল সুইট শুনানি শেষে এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে জেলা শহরের ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ বাদী হয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় জেলা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলাটি দায়ের করেন।
শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি মো. মাহবুবুর রহমান এবং বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সহিদুজ্জামান, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম ও অ্যাডভোকেট আরমান।