দ্রুত নির্বাচনের রূপরেখা চায় জাতীয় পার্টি
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:০৩ পিএম, ২১ নভেম্বর ২০২৪
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত আগামী নির্বাচনের রূপরেখা দেয়ার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় জাপার কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘সাধারণ মানুষ দীর্ঘ দিন ধরে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লড়াই করে গেছে। অন্তর্বর্তী সরকারের উচিৎ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা।’
মোস্তাফিজুর রহমান আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেয়া। অথচ তারা একেক সময় একেক কথা বলছেন, যার কারণে মানুষের মনে নানা বিষয়ে সন্দেহের দানা বাঁধছে। অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল ১০০ দিনেও তার কোন প্রতিফলন না ঘটায় মানুষের মাঝে আস্থার ঘটতি তৈরি হয়েছে।’
জাপার কো-চেয়ারম্যান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অত্যন্ত উঁচু মানের মানুষ। কিন্তু, উনি তো কোন রাজনীতি করেননি, দেশ পরিচালনা করেননি। এ জন্য দেশ পরিচালনায় বহু ঘাটতি দেখা যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও অন্যান্য সব সেক্টরেই সমস্যা। বিশেষ করে আইনশৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ একেবারে নিষ্ক্রিয়। পুলিশ সক্রিয় না হলে নির্বাচন কীভাবে হবে? পুলিশের কাজ তো আর্মি দিয়ে হবে না। কেননা ভোটকেন্দ্র পুলিশ ছাড়া কে পাহারা দেবে? তাই, পুলিশকে সক্রিয় করতে হবে সবার আগে।’
রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সংলাপে জাতীয় পার্টিকে না ডাকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সংলাপে কে ডাকল, কে ডাকল না, সেটা বিষয় না। জাতীয় পার্টি নিজেদের শক্তি সামর্থ্য বাড়াতে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে।’
কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে তা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে উল্লেখ করে জাপার কো-চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি কোন দলকে নিষিদ্ধের পক্ষে নয়। অন্যায়ের সাথে জড়িত সেটা জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা বিএনপি যেই হোক না কেন, তাদের অপরাধের শাস্তি নিশ্চিত করা হোক। কিন্তু যারা অপরাধ করেনি, দোষী না, তাদের রাজনীতি থেকে বিরত রাখার পক্ষে আমরা নই। কোন দলকে নিষিদ্ধ করে বাইরে রাখা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তরায়।’
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, পার্টির অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক।