আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না


2024-Novemer 18/Manikgonj Jamat.jpg

গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার শাসনামলে মানুষের কোন অধিকার ছিল না অভিযোগ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘১৪, ১৮, ২৪ সালে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্রে যাওয়ার পূর্বেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশলীগ বলেছে, আপনার ভোট হয়ে গেছে চলে যান। আমি সাংসদ ছিলাম, আমিও ভোট দিতে পারিনি।’ 

Your Image

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা জামায়াত ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘এ দেশে প্রথম গণতন্ত্রকে খুন করেছে শেখ মুজিবুর রহমান। ক্ষমতা পাকাপোক্ত করতে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেন তিনি। সব পত্রিকা বন্ধ করে দিয়ে পছন্দের মাত্র চারটি পত্রিকা চালু রাখলেন। পত্রিকা বন্ধ করাকে কি গণতন্ত্র বলে। গণতন্ত্রের কথা বলে যে সিড়ি বেয়ে তিনি ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তিনি সেই সিড়িটিই ফেলে দিলেন। আর নামতে পারলেন না। আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না।’ 

তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারী দেশ ছেড়ে পালালেও ষরযন্ত্র থেমে নেই। তার ষরযন্ত্র চলছেই। তিনি গোপালগঞ্জবাসীকে বলেন যে, কোন সময় টুপ করে দেশে ঢুকে পড়ব। সকলকে সচেতন থাকতে হবে। এ ১৭ বছরে শিক্ষা, বিচার বিভাগ, ব্যাংকসহ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সম্পূর্ণ অন্যায়ভাবে জামায়াতের লোকদের ফাঁসি দেয়া হয়েছে, জেলে দেয়া হয়েছে। চারজন লোক বসে চা খাওয়ার সময় পুলিশ এসে ধরে নিয়ে গিয়ে গায়েবী মামলা দিয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আল্লাহ এ জুলুম থেকে দেশবাসীকে রক্ষা করেছে।’ 

মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর কামরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনেন উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ, জেলা জামায়তের সেক্রেটারি নুরুল ইসলাম, জেলা আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, ওলামা বিভাগের সভাপতি মো. জাকিরুল ইসলাম খান, মিডিয়া ও প্রচার সম্পাদক মাওলানা তছলিম উদ্দিন, সদর থানার সেক্রেটারি, পুলিশের গুলিতে নিহত স্বাদ ও রফিকের বাবা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×