অরাজকতা সৃষ্টিকারীদের শক্ত হাতে দমন করতে হবে: ফারুক


30 November/Joynal Abedin Faruk.jpg

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে যে অরাজকতা চালানোর চেষ্টা করছে, এদেরকে রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। বাংলাদেশের ১৮ কোটি জনগণের দিকে তাকিয়ে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে।’

শনিবার (৩০ নভেম্বর) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির উদ্যোগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জয়নুল আবদিন আরো বলেন, ‘আওয়ামী লীগ সব সময় ভারতের দালালি করেছে। তারা ফেলানী হত্যার বিচার করতে পারেনি। পানির ন্যায্য হিস্যা আনতে পারেনি। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি। যারা ভারতের দালাল, তাদেরকে শক্ত হতে দমন করতে হবে। যারা শেখ হাসিনার দোসর ছিল, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে, তারা দেশের বিভিন্ন আনাচে-কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে এবং মুহাম্মদ ইউনূসের কাছে দাবিও জানাচ্ছে। ছাত্রলীগ ও যুবলীগ রিকশাওয়ালা হয়ে আসছে। আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসরা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’

সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের দোসর ছিলেন। যারা বাকশাল কায়েম করেছে। যারা ব্যাংক লুট করেছে। যারা এদেশের সাধারণ জনগণের টাকা লুট করে কানাডায় বাড়ি করেছে। অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।’

ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনার (মুহাম্মদ ইউনূস) সরকার। এখনো কেন অ্যাডভোকেটকে শাহাদাত হতে হবে? এখনো কেন ডিমের সিন্ডিকেটদের গ্রেফতার করা হয়নি? এখনো কেন পিয়াজের সিন্ডিকেটসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সিন্ডিকেটগুলো আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? এগুলো দেশের মানুষ বলা শুরু করেছে। এগুলো আপনার সরকারের দুর্বলতা হওয়া উচিত নয়। আপনি তো কোন দলের সরকার নন। কারো চোখের দিকে তাকিয়ে নয় দেশের জনগণের কথা চিন্তা করে আপনার কাজ করতে হবে। দেশের জনগণ আপনার সাথে আছে। আপনার কোন ভয় নাই।’

বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এসএম শাহাদত হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আলম।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×