দেশের প্রতি যাদের ভালবাসা ও দায়বদ্ধতা নেই তারা দেশ ছেড়ে পালিয়ে যায়


30 November/Shafiqur Rahman Jamat.jpg
শফিকুর রহমান

দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে। তাদের কোনভাবেই মাটিতে নামতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। 

Your Image

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জামায়াতের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সমাবেশে শফিকুর রহমান আরো বলেন, ‘যত ষড়যন্ত্রই হোক, তা ব্যর্থ করতে হবে। দেশের প্রতি যাদের ভালবাসা ও দায়বদ্ধতা নেই, তারা দেশ ছেড়ে পালিয়ে যায়।’

এই দেশের এক টুকরো মাটিও হায়েনাদের হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াতের আমির বলেন, ‘লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা, পিলখানা হত্যাকাণ্ড ও জামায়াতের নেতাদের হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী দেশে পরিণত করা হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে দেশজুড়ে সহিংসতা নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।’

এছাড়া, আওয়ামী স্বৈরাচারের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে উল্লেখ করে, সেই ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×