আওয়ামী লীগ জাতির ভাগ্য বদলের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ভাগ্য বদলেছে


30 November/Shafiqur Rahman.jpg
শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘তারা (আওয়ামী লীগ) বলেছিলেন, জাতির ভাগ্য বদলে দেব। কিন্তু, ভাগ্য বদল হয়েছে তাদের। জাতির সেবক হওয়ার কথা ছিল, মালিক হয়ে বসেছিলেন, সম্পদ বিদেশে পাচার করেছেন। এমন সেবক আর চাই না।’

রোববার (১ ডিসেম্বর) সকালে নড়াইল জেলা জামায়াত আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সভায় শফিকুর রহমান আরো বলেন, ‘দল, মত, ধর্ম, বর্ণ, ভাষা বৈচিত্র্যের ঊর্ধ্বে উঠে এ দেশ আমাদের সবার। এমন একটি সমাজ তথা মানবিক বাংলাদেশ চাই, যেখানে নারী পুরুষ, শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সকলেই মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। এ দেশে এক যুবকের হাত হবে কর্মীর হাত, যুবকের হাত বেকারের হাত হবে না। নারীদের সম্মানহানি বা কোনপ্রকার জুলুম বরদাস্ত করা হবে না। চাঁদাবাজি, দখলদার মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত দেশ গড়তে চাই। মানবিক বাংলাদেশে একজন পরিচ্ছন্নতাকর্মী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সকলকেই তাদের যোগ্যতার মাপকাঠিতে না মেপে আমরা মানুষের মর্যাদা দেব। আমাদের একটাই পরিচয়, আমরা আল্লাহর সৃষ্টি আশরাফুল মখলুকাত।’

তিনি বলেন, ‘এমন সুন্দর বাংলাদেশে কে না চায়! কিন্তু, অতীতে এই দেশে আমার চেয়ে আরও সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিয়ে যারাই ক্ষমতায় এসেছেন, কেউ কথা রাখেনি। আপনাদের আর আমাদের চাওয়া যদি একই হয়, তাহলে আমরা আপনাদের দোয়া, ভালবাসা ও সমর্থন চাই।’

সভায় নড়াইল জেলা জামায়াতে ইসলামের আমির আতাউর রহমান বাচ্চু, জেলা নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খানসহ জামায়াতে ইসলাম ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নড়াইল সদর ও লোহাগড়ার পথসভা শেষে জামায়াতে ইসলামীর আমির সড়ক পথে ফরিদপুর জেলার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×