সার্বভৌমত্ব রক্ষায় আমরা কোন ছাড় দেব না: মান্না


November 25/Manna.jpg
মাহমুদুর রহমান মান্না

বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলা করেছে, তা বাংলাদেশের ওপর হামলা উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘নিজেদের সার্বভৌমত্ব রক্ষায়, দেশের জনগণের অধিকার রক্ষায় আমরা কোন ছাড় দিব না।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বার্তায় তিনি এ কথা বলেন।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের উগ্রবাদী সংগঠন বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলা করেছে, তা বাংলাদেশের উপর হামলা বলেই বিবেচনা করা যায়। সহকারী হাইকমিশনের ভেতরে হামলা, ভাঙচুর ও বাংলাদেশের পতাকার অবমাননা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।’

ভারত সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘নতুন বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি তারা শ্রদ্ধাশীল হবেন। প্রতিবেশী দেশের সাথে আমরা শত্রুতা চাই না। কিন্তু, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায়, দেশের জনগণের অধিকার রক্ষায় আমরা কোন ছাড় দিব না।’ 

মান্না বলেন, ‘বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা প্রতিহত করতে না পারা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার জন্য ভারতকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি, ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×