দলীয় সমাবেশের মঞ্চে পলকের শ্যালিকা, বিএনপির নেতা আনুকে শোকজ


30 November/Afroza Palak Shalika.jpg

নাটোর জেলার সিংড়া উপজেলা বিএনপির জনসভার মঞ্চে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডাক্তার ফারজানা রহমান দৃষ্টিকে বসানোর ঘটনায় অবেশেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। ৪৮ ঘণ্টার মধ্যে আনুকে উত্তর দেয়া নির্দেশ দেয়া হয় ওই নোটিশে।

Your Image

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের স্বাক্ষরিক এ নোটিশ শনিবার (৭ নভেম্বর) দুপুরে দেয়া হয় বিএনপির সূত্র নিশ্চিত করা হয়।

ফারজানা রহমান দৃষ্টি পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন এবং সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন আনোয়ারুল ইসলাম আনু। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ। জনসভার মঞ্চের দ্বিতীয় লাইনে ফারজানা রহমান দৃষ্টি বসে ছিলেন। 

মঞ্চের এই বসে থাকার ছবি সমাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ সাধারণ কর্মীরা গেল ১৫ বছর নির্যাতিত হলেও এই সুবিধাবাদী লোকজন সব সময় সুবিধায় থাকে। ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু জুনাইদ পলকের চাচা শ্বশুর হওয়ায় সুবিধাজনক অবস্থানে ছিলেন। তাই, এখন আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ফারজানাকে বিএনপির বানানোর চেষ্টা করছেন আনু।

তবে, ফারজানা রহমান দৃষ্টির দাবি, তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে মঞ্চে তুলে নেয়া হয়।

এ নিয়ে আনোয়ারুল ইসলাম আনু জানান, তিনি এখনও নোটিশ হাতে পাননি। মৌখিকভাবে তিনি জেনেছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×