হাসিনা পালানোর পর বহু নতুন বিএনপির জন্ম হয়েছে: শামা ওবায়েদ
- রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:১৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বহু নতুন বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় শামা ওবায়েদ বলেন, ‘বহু আওয়ামী লীগ এখন বিএনপিতে এসে মিশতে চায়। কিন্তু, গত ১৭ বছর আমাদের যেসব নেতাকর্মীরা দলের বিপদের সময় তারেক রহমানের পাশে থেকে তার আদর্শে আদর্শিত হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মাঠে থেকে আন্দোলন করেছেন। যারা দলীয় প্রত্যেকটি কর্মসূচীতে অংশ নিয়েছেন, গুলি খেয়েছেন, টিআর গ্যাস খেয়েছেন তৃণমূলের সেই নেতাকর্মীদেরকে আমাদের ভুলে গেলে চলবে না। তাদের প্রাধান্য দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘আজকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে। বাংলাদেশে একটি সুষ্ঠু ভোটের আয়োজন যখন হবে, যখন বিএনপি সরকার গঠন করার সুযোগ পাবে তখন বিএনপি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি কি কাজ করবে সেই ৩১ দফা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন তারেক রহমান। সেই ৩১ দফায় লেখা আছে বাংলাদেশে একজন লোক দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। পৃথিবীর কোন লিডার নিজেই তার কর্মসূচীতে লিখবে যে, একজন লোক দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না? এটা শুধুমাত্র তারেক রহমানের পক্ষেই সম্ভব। কারণ, উনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। যিনি ছিলেন আপোষহীন নেত্রী।’
শামা ওবায়েদ বলেন, ‘হাসিনা যে ধ্বংসস্তূপে বাংলাদেশকে রেখে গেছে, সে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে ফের একটি উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য, অর্থনীতিকে আরও চরম উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের প্রণীত এ ৩১ দফার কোন বিকল্প নেই। আমাদের সেটা অনুধাবন করতে হবে। আমরা সবাই সাংসদ-মন্ত্রী হতে চাই, ভাল কথা। কিন্তু, আমাদের দল এখনও ক্ষমতায় যায়নি। ক্ষমতায় আছে অন্তর্বর্তী সরকার। আমাদের সকলকে ধৈর্য ধরে দেশের জন্য কাজ করতে হবে; পাড়া, প্রতিবেশী ও মহল্লার জন্য কাজ করতে হবে। যেন বিএনপির প্রতিটি কর্মী প্রয়াত জিয়া ও তারেক রহমানের আদর্শে আদর্শিত হয়ে মাঠে থাকতে পারে। সব ধরনের অন্যায় থেকে আমরা দূরে থাকব। এটাই তারেক রহমানের শিক্ষা, জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আদর্শ।’
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আসলাম মিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু, সদস্য সচিব কামরুল আলম, যুগ্মআহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু ও সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।