‘যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম তা হাইজ্যাক করা হয়েছিল’


December 2024/Selim Uddin.jpg
মোহাম্মদ সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, তা হাইজ্যাক করা হয়েছিল। সেই স্বাধীনতার সুফল দেশের আপামর জনগণের কাছে পৌঁছাতে দেয়া হয়নি।’

Your Image

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উত্তরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন আরো বলেন, ‘বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে গোটা জাতি ভূমিকা রেখেছেন। কিন্তু, এই অবদানকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী একটি বিশেষ দল তাদের দলীয় ও পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন।’

তিনি বলেন, ‘কেউ যদি আওয়ামী লীগের মতের বিপক্ষে গিয়েছে, তাকে রাজাকারের খেতাব দেয়া হয়েছে। এমনকি সেক্টর কমান্ডার প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও রাজাকার বলতে তারা কুণ্ঠাবোধ করেননি। মূলত যারাই আওয়ামী লীগের বিরোধিতা করেছে, সত্য কথা বলেছে তাদেরকেই রাজাকার ও স্বাধীনতাবিরোধী তকমা দেয়া হয়েছে।’

সেলিম উদ্দিন বলেন, ‘তারা বিরোধী মতের মানুষদের সঙ্গে জঙ্গিবাদের তকমা যুক্ত করেছিল। অথচ শেখ হাসিনা তার শাড়ির নিচে জঙ্গিবাদ তৈরি করেছিল। এই দেশে যদি জঙ্গিবাদ বলে কিছু থেকে থাকে তাহলে তার একক মালিকানা শেখ হাসিনার। তিনি জঙ্গি নাটক সাজিয়ে দেশের যতগুলো নিরপরাধ মানুষকে খুন করেছেন, তার জন্য তাকে ১০০ বার ফাঁসি দেয়া হলেও কম হয়ে যাবে। আসলে জঙ্গিবাদের মূল নায়ক হচ্ছেন তিনি।’

সভায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির মোহাম্মদ আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গোলাম মোস্তফা, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য জামাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×