আত্মগোপনে থাকা আ. লীগ নেতা গ্রেপ্তার


News Defalt/mo-abdullah-al-mahmud-miln-1735191133.webp

রংপুরে আত্মগোপনে থাকা পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার সালাফিয়া মাদরাসা সংলগ্ন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার মিলনকে নিয়ে তার নিজ বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, আব্দুল্লাহ আল মাহমুদ মিলন একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যান এবং এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×