ছাত্রশিবিরের সদস্য সম্মেলন শুরু


November 16/shibir_20251231_085807024.jpg

দীর্ঘ ১৩ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে সারাদেশের ছাত্রশিবিরের সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং তারা কেন্দ্রীয় নেতা নির্বাচন করবেন।

সর্বশেষ ২০১০ সালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বর্তমানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সম্মেলনে ছাত্রশিবিরের কেবল সদস্যরাই উপস্থিত থাকবেন। জামায়াতে ইসলামীর কিছু নেতা এবং দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত আছেন। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ জানান, সম্মেলনে শুধু সংগঠনের সর্বোচ্চ স্তরের সদস্য, প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। 

সাদেক আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের অত্যাচারের সময়েও আমাদের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। করোনাকালীনও অনলাইনে সম্মেলন হয়েছে। প্রতিবছরের মতো এবারও আমাদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×