জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে একাংশের জুতা মিছিল


Jan 2025/Jaru michil.jpg

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। তবে, সম্মেলন বাতিলের দাবিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরে জুতা মিছিল করেছে বিএনপির একাংশ।

জুতা মিছিলটি শহরের পাওয়ার হাউজ রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোকনাথ উদ্যানে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সারওয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপি নেতা মাঈনুল ইসলাম চপল, জেলা যুবদল সভাপতি শামীম মোল্লা।

সমাবেশে বক্তারা বলেন, ‘আগামী শনিবারের সম্মেলন অবৈধ। যতক্ষণ না ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের সমন্বয়ে স্বচ্ছতার ভিত্তিতে সম্মেলনের ভোটার তালিকা হালনাগাদ করা না হবে ততক্ষণ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন করতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও এ সম্মেলন ঠেকানো হবে।’

উল্লেখ্য, ‘নিয়ম না মেনে’ জেলা সম্মেলনের ভোটার তালিকা তৈরি করেছে বলে অভিযোগ করে আসছে বিএনপির একাংশ। তাদের দাবি, ত্যাগী  ও নির্যাতিতদের সমন্বয়ে ভোটার তালিকা প্রণয়ন করা হোক। 

গত ২৮ ডিসেম্বর জেলা বিএনপির সম্মেলনের জন্য প্রথম বার তারিখ ঘোষণা করা হয়। পরে তা পরিবর্তন করে গত ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু জেলা বিএনপির একাংশের প্রতিবাদের মুখে তৃতীয় দফায় ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। এদিকে, দাবি পূরণ না হওয়ায় ফের সম্মেলনের দিন পেছানোর দাবিতে গত শনিবার (২৫ জানুয়ারি) থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় পর্যস্ত টানা বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, ঝাড়- মিছিল ও জুতা মিছিল করেছে জেলা বিএনপির একাংশ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×