ক্ষমতায় থেকে কাউকে কিংস পার্টি করতে দেওয়া হবে না: ফজলুর রহমান
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৫৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ‘ক্ষেত তৈরি করলো বিএনপি, বীজ ফেললো বিএনপি, ফসল ফলাইলো বিএনপি আর আপনারা ধান কেটে দাবি করছেন আপনারাই সব করছেন। আপনারা (ছাত্ররা) দল করতে চান ভালো কথা, কিন্তু ক্ষমতায় থেকে কাউকে কিংস পার্টি করতে দেওয়া হবে না।’
সোমবার (২৪ ফেব্রুয়ারি )বিকেলে রাজশাহীতে অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে ফজলুর রহমান বলেন, ‘আমরা আগে জাতীয় নির্বাচন চাই। কিন্তু তারা (জামায়াত) স্থানীয় নির্বাচন চান। কোনো দল স্থানীয় নির্বাচন আগে চাইতেই পারে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ইউনূস সাহেব, আপনি তো রেফারি। আপনার কি মনে হয় কোন নির্বাচন আগে হওয়া দরকার? আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিলাম। কারণ সেই সরকার আমাদের একটি সুন্দর জাতীয় নির্বাচন দেবে, স্থানীয় নির্বাচন নয়।’
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যারা ২০ বছর বিএনপির ডানার মধ্যে ছিল, তারা এখন স্লোগান দেয় দুই সাপের এক বিষ নৌকা আর ধানের শীষ। আপনারা বড় ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে পারবেন, বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিতে পারবেন কিন্তু নির্বাচনে ১০ শতাংশের বেশি ভোট পাবেন না।’
তিনি আরো বলেন, ‘এখন নির্বাচন হলে ধানের শীষ ৮০ শতাংশ সিটে পাস করবে। সঠিক সময়ে যেন নির্বাচন না হয় সেজন্য চক্রান্ত চলছে। এই চক্রান্ত বিএনপির নেতাকর্মীদের রাজপথে থেকে প্রতিহত করতে হবে।’
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম, ওবায়দুর রহমান চন্দন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।