জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির হামলা ফ্যাসিবাদকে হার মানিয়েছে: গোলাম পরওয়ার


March 2025/Mia Golam Power.jpg
মিয়া গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ঝিনাইদহের মহেষপুরে জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার ঘটনা আওয়ামী ফ্যাসিবাদীদেরও হার মানিয়েছে।’

সোমবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ঝিনাইদহের মহেষপুরে জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘দেশবাসীরঅবগতির জন্য আমি উল্লেখ করছি যে, রোববার (৯ মার্চ) সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা সভা করছিল। এ সময় ওই এলাকার বিএনপির সন্ত্রাসী আল আমিন, ঝুমুর, সাহেব, সোহেল ও আশরাফুল হাতুড়ি, কাঁচি ও বাঁশের লাঠি নিয়ে জামায়াতের নারী নেত্রী হাসিনা খাতুনসহ অন্য নারীদের ওপর হামলা করে এবং খারাপ ভাষায় তাদের গালিগালাজ করতে থাকে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা সালেহা বেগমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এ ছাড়া আসামিরা হাসিনা খাতুনকে খাইরুল ইসলামের বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার ওপর এনে বাম কানে দুটি চড় মারেন।’

ঝিনাইদহে জামায়াতের নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলা ও নারীদের লাঞ্ছিত করার ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×