বিচার-সংস্কার দাবিতে দ্রুত রাজপথে নামার ঘোষণা জাতীয় নাগরিক পার্টির


Jan 2025/Feb 2025/ncb-1741629200.webp

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও নির্যাতনকারীদের বিচার এবং সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অপরাধীদের বিচার নিশ্চিত করা ও সংস্কারের দাবিতে শিগগির রাজপথে নামবেন তারা। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ পরিবার এবং আহতদের নিয়ে দলের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেছেন। নাহিদ বলেন, শহীদ পরিবার শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের আসামি করে শত শত মামলা করেছে। যদি এর বিচার ছাড়া আরেকটি সরকার চলে আসে তাহলে কী নিশ্চয়তা আছে, আওয়ামী লীগকে আবার এই বাংলাদেশে পুনর্বাসিত করা হবে না? অবশ্যই রাজনৈতিক দলগুলোকে এবং সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কী হবে। 

তিনি বলেন, ‘অভিযোগ করা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এত তাড়াহুড়া করে, ভোট চাইতে গেলে কিন্তু সেই জবাবদিহি তাদের দিতে হবে।’ কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ায় দৃশ্যমান বিচার কার্যক্রম হবে এবং সংস্কার বাস্তবায়ন করা হবে তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন, দেশে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা তা ধরে রাখতে চাই। আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে না। নির্বাচনে অংশগ্রহণ করব বলেই নিজেরা দল গঠন করেছি। কিন্তু আমরা নির্বাচনের ক্ষেত্রে বলেছি গণপরিষদ নির্বাচন, কারণ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংবিধান অকার্যকর ও ব্যর্থ প্রমাণিত হয়েছে।  জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা কারও ওপর নির্ভর করতে চাই না, তাই নিজেরাই মাঠে নেমে দাবি বাস্তবায়ন করতে চাই। শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের মনের আকাঙ্ক্ষা আমাদের সবার বুঝতে হবে। তিনি আরও বলেন ৫ আগস্ট দেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। দেশে ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না। দেশে মব তৈরির রাজনীতির অপচেষ্টা চালানো হচ্ছে। ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা-ষড়যন্ত্র অনেক গ্রুপ করছে। আমরা সেগুলো প্রতিহত করব। 

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যে খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গেছে সেই খুনির বিচার হওয়ার আগে কোন মুখে শুধু নির্বাচনের কথা বলে? বিচার না চেয়ে রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না?’ 

ইফতার অনুষ্ঠানে শহীদ জাবির ইবরাহীমের বাবা নওশের আলী বলেন, খুনিদের বিচারের আগে কোনো রকম নির্বাচন চাই না। আগে বিচার হবে তারপর সংস্কার হবে। আমরা আর চব্বিশ, নব্বই, একাত্তরের রক্তক্ষরণ চাই না।  

আশুলিয়ায় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বলেন, ‘আমাদের ছেলেদের লাশ ভ্যানে স্তূপ করে রেখে জ্বালিয়ে দেওয়া হয়। আমরা মা, আমরা কীভাবে মেনে নিতে পারি, কত কষ্ট করে সন্তানকে বড় করেছি। সেই সন্তানকে কুকুর-বিড়ালের মতো কীভাবে মারা হলো। আমার সন্তানকে মারার উত্তর না খোঁজা পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।’ 

ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, আহত আসিফ শাহরিয়ার। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×