সাবেক সামরিক কর্মকর্তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ‘জনতার দল’
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৩১ এম, ২১ মার্চ ২০২৫

ফিলিস্তিন থেকে অনুপ্রেরিত হয়ে ‘জনতার দল’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সাবেক সামরিক ও সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে এই নতুন রাজনৈতিক দলটি সাজানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল। বিকাল সাড়ে ৩টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।
এতে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের মতামত তুলে ধরেন।
জনতার দলের চেয়ারম্যান শামীম কামাল বলেন, ‘আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিন। সেখানে নেতা তৈরি হতে দুই ঘণ্টাও সময় লাগে না। আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে তর্কে জড়াতে চাই না।’
তিনি আরও বলেন, ‘আমরা শুধুমাত্র সৎ, সাহসী, শিক্ষিত ও দেশপ্রেমিক ব্যক্তিদের নিয়ে এগোতে চাই। প্রয়োজন হলে ১০ জন নিয়েই পথচলা শুরু করবো।’
তিনি জানান, তাদের দলীয় অ্যাকাউন্ট জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে, যাতে সবাই আর্থিক লেনদেন সম্পর্কে অবগত থাকতে পারেন। রাজনৈতিক অঙ্গনে প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে জনতার দল নতুন এক দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেছে।
এসময় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী এবং সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয়।