ধানমন্ডিতে আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩


Jan 2025/Feb 2025/641767033c1ff531f50f68818f92b0e6b2ecddad954a7500.jpg

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় মিছিলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে স্থানীয়রা। তাদের মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ইফতারির পর ২৫-৩০ জনের একটি দল মিছিলটি নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে।

আটকরা হলেন: কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী (৩৫),  সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

‘নাহিদ উজ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলটি লাইভ করা হয়। মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×