ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১৩টিতে পুরোপুরি একমত এনসিপি


MARCH NAEEM 2ND/ncp-.jpg

জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টিতে পুরোপুরি একমত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় এনসিপি। পরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার সাংবাদিকদের এ কথা জানান।

তুষার বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া স্প্রেডসিটে থাকা ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টি প্রস্তাবে পুরোপুরি একমত হয়েছি। ২৯টি প্রস্তাবে আমরা আংশিক একমত। ২২টি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি।

তিনি আরও বলেন, খুব গুরুত্বপূর্ণ দুইটা কমিশন আমাদের কাছে স্প্রেডসিট পাঠায়নি। একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, আরেকটা স্থানীয় সংস্কার কমিশন। এই রিপোর্টগুলো আমরা দেখতে পাইনি। এই ব্যাপারে কমিশনের অবস্থান জানতে চেয়েছি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×